১২ মে রবিবার ২০২৪ তারিখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সাথে বাস্থই এর সাথে একটি প্রতিনিধিদল বৈঠকে করেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর নুরুল ইসলাম, প্রো ভিসি, পরিকল্পনাবিদ অধ্যাপক আক্তার মাহমুদ, প্রকল্প পরিচালক প্রকৌশলী নাসির আহমেদ এবং বাস্থই এর সাধারণ সম্পাদক নবী নেওয়াজ খান, সম্পাদক ঐতিহ্য এবং সংস্কৃতি, জিয়াউল শরিফ, সম্পাদক নগরায়ন এবং পরিবেশ সুজাউল ইসলাম খান এবং স্থপতি সাকিব আহসান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
বৈঠকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের জন্য সংশোধিত মহাপরিকল্পনা এবং স্থাপত্যাচার্য মাজহারুল ইসলামের ডিজাইন করা এম এইচ হল প্রসংগে বিশদ আলোচনা হয়। বৈঠকে বাস্থই এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসের প্রাকৃতিক সম্পদ সুরক্ষা, মহা পরিকল্পনা প্রনয়নের প্রক্রিয়া এবং লক্ষ্য এবং এম এইচ হল সহ স্থাপত্যাচার্য মাজহারুল ইসলামের ডিজাইন করা অন্যান্য ভবন সংরক্ষণ করার বিষয়ে ঐক্যমত প্রকাশ করেন।
বৈঠক শেষে প্রতিনিধিদল ক্যাম্পাস এবং এমএইচ হল সরেজমিনে পরিদর্শন করেন।