১৩ মে ২০২৪ তারিখে ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ এর সাথে বাংলাদেশ স্থপতি ইনসটিটিউট এর একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। চট্টগ্রামের আন্দরকিল্লা জামে মসজিদ এর নকশা প্রনয়নের জন্য একটি উন্মুক্ত নকশা প্রতিযোগিতা আয়োজনের বিষয়ে এই সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারক অনুসারে আগামী ৪ (চার) মাসের মধ্যে এই নকশা প্রতিযোগিতা সম্পন্ন হবে।
দুই প্রতিষ্ঠানের উর্ধতন কর্তৃপক্ষের উপস্থিতিতে সমঝোতা স্মারক সাক্ষরের এই অনুষ্ঠানে বাংলাদেশ স্থপতি ইনসটিটিউট এর পক্ষে এর সভাপতি স্থপতি প্রফেসর ড. খন্দকার সাব্বির আহমেদ এবং ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ এর পক্ষে এর ডেপুটি সেক্রেটারি জনাব আশরাফুল মমিন খান সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অন্যান্যদের মধ্যে বাস্থইর সাধারণ সম্পাদক স্থপতি নবী নেওয়াজ খান ও সম্পাদক (পেশা) স্থপতি নাজমুল হক বুলবুলও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।
শীঘ্রই নকশা প্রতিযোগিতার বিস্তারিত জানানো হবে।