গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এর সিদ্ধান্ত অনুযায়ী প্রস্তাবিত ঢাকা মহানগর ইমারত বিধিমালা ২০২৪ (খসড়া) সংশোধন এবং পরিশিলিতকরনের লক্ষ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর সভাকক্ষে গত ১২ মে ২০২৪ তারিখ দ্বিতীয় সভা এবং ১৪ মে ২০২৪ তারিখ তৃতীয় সভা অনুষ্ঠিত হয়।
রাজউক চেয়ারম্যান (সচিব) জনাব মেজর জেনারেল মোঃ ছিদ্দিকুর রহমান সরকার (অবঃ) এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রস্তাবিত বিধিমালা সম্পর্কিত অংশীজনের প্রস্তাবনা সমূহ উত্থাপন, মতবিনিময় এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উক্ত সভায় ইমারত নির্মাণের লক্ষ্যে আবেদন ও অনুমোদন প্রক্রিয়া, নির্মাণ তদারকি ও প্রতিবেদন দাখিল, আবেদনকারী/কারিগরি ব্যাক্তি/কর্তৃপক্ষের দায়িত্ব ইত্যাদি সম্পর্কিত অংশীজনের প্রস্তাবনা উত্থাপন, মতবিনিময় এবং সকল অংশীজনের সম্মতিক্রমে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
অনুষ্ঠিত সভায় বাংলাদেশ স্থপতি ইন্স্টিটিউট (বাস্থই), ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (IEB), বাংলাদেশ ইন্সটিটিউট অব প্লানার্স (BIP), রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (রিহ্যাব) এর প্রতিনিধিবৃন্দ এবং রাজউক এর পক্ষ থেকে পরিচালক (পরিকল্পনা), পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ), প্রধান নগর-পরিকল্পনাবিদ, নগর-পরিকল্পনা শাখার প্রতিনিধিবৃন্দ, অথরাইজড অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বাস্থই এর পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন বাস্থই সভাপতি স্থপতি অধ্যাপক ড. খন্দকার সাব্বির আহমেদ, পেশা সংক্রান্ত সম্পাদক স্থপতি মো: নাজমুল হক বুলবুল সহ বাস্থই Code & Standards Review Committee ‘র সদস্যবৃন্দ স্থপতি পেট্রিক ডি' রোজারিও, স্থপতি আবু মুসা ইফতেখার এবং স্থপতি তালুকদার মুকিত।