আজ, ১৮ মে ২০২৪ তারিখ, শনিবার বাংলাদেশ স্থপতি ইনসটিটিউট (বাস্থই) ও দোহা টেক সিএ-র মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়। এই সমঝোতা স্মারক স্বাক্ষর করার ফলে দোহা টেক সিএ, রাজউক এর Electronic Construction Permitting System বা ECPS এ বাস্থই সদস্যদের রেজিষ্ট্রেশন সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় Digital Certificate প্রদান করবে।
সমঝোতা স্মারকে বাস্থইর পক্ষে স্বাক্ষর করেন সংগঠনের সাধারণ সম্পাদক স্থপতি নবী নেওয়াজ খান ও দোহা টেক সিএ-র পক্ষে স্বাক্ষর করেন কোম্পানীর সিএ প্রধান জনাব মো: মাসুদুর রহমান। অনুষ্ঠানে বাস্থইর পক্ষে আরও উপস্থিত ছিলেন স্থপতি ড. মাসুদ উর রশিদ, সহ-সাধারণ সম্পাদক, স্থপতি ড. নওরোজ ফাতেমী, সম্পাদক (শিক্ষা), স্থপতি মো: নাজমুল হক বুলবুল, সম্পাদক (পেশা), স্থপতি মো: শফিউল আজম শামীম, সম্পাদক (প্রকাশনা ও প্রচার) ও দোহা-টেক সিএ-র পক্ষে উপস্থিত ছিলেন জনাব শেখ আল জামিনুর রহমান, জনাব আব্দুল্লাহ হাসান সহ দুই প্রতিষ্ঠানের উর্ধতন কর্তৃপক্ষ।