গত ১৫ মে ২০২৪ তারিখ, বুধবার বাংলাদেশ স্থপতি ইনসটিটিউট (বাস্থই)-এ, বোর্ড অব আর্কিটেকচারাল এডুকেশন এবং ওয়ার্কিং কমিটি ফর ইন্টারন্যাশনাল এক্রিডিটেশন এর যৌথ সভার আয়োজন করা হয়। বাস্থই সভাপতি, স্থপতি প্রফেসর ডঃ খন্দকার সাব্বির আহমেদএ সভার সভাপতিত্ব করেন। এই সভায় উপস্থিত সদস্যরা সকলেই ক্যানবেরা একোর্ড এর অন্তর্ভুক্তিতার ব্যাপারে দ্রুত অগ্রসর হবার ব্যাপারে মতামত প্রদান করেন। সভায় এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেবার জন্য শিক্ষা বিষয়ক সম্পাদক ডঃ মুহঃ নওরোজ ফাতেমিকে জরুরি ভিত্তিতে অনুরোধ করা হয়।
এ সভায় বাস্থই -এর এক্রিডিটেশন সংক্রান্ত গাইডলাইন, ASIAB কে ক্যানবেরা একোর্ড, দেশীয় পরিসরে Outcome Based Education (OBE), Bangladesh National Qualifications Framework (BNQF) এর আদলে পরিবর্তন এবং পরিমার্জন করার ব্যাপারে উদ্যোগ নেবারও আহবান করা হয়। এ ব্যাপারে বাস্থই এক্রিডিটেশন ভিজিট টিমের সকল সদস্যদের কাছে থেকে তাদের ভিজিটকালীন সময়ের অভিজ্ঞতা এবং প্রতিক্রিয়া জানাবার জন্য আগামী ২৫ মে একটি কর্মশালা ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন স্থপতি ড. মোঃ মাহবুবুর রহমান, সহ-সভাপতি (আন্তর্জাতিক বিষয়াবলী)খান মোঃ মাহফুজুল হক, স্থপতি এ বি এম মাহবুবুল মালিক, স্থপতি মাহমুদুল আনোয়ার রিয়াদ, স্থপতি মৌসুমী আহমেদ, স্থপতি শাহরিয়ার ইকবাল রাজ, স্থপতি মুজতবা আহসান এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এর প্রতিনিধি, মাকসুদুর রহমান ভূঁইয়া।