১৮ মে ২০২৪, শনিবার, বিকাল ৫:০০টায়, বাংলাদেশ স্থপতি ইনসটিটিউট (বাস্থই) এর নির্বাহী পরিষদের সাথে সকল জাতীয় চ্যাপ্টার ও সেন্টারের প্রতিনিধিগণের বাস্থই'র সার্বিক কার্যক্রম বিষয়ক একটি মতবিনিময় সভা বাস্থই কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় বাস্থই ২৫তম নির্বাহী পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন সহ-সভাপতি (জাতীয় বিষয়াদি) স্থপতি মুহম্মদ আলী নকি, সহ-সভাপতি (আন্তর্জাতিক সম্পর্ক) স্থপতি কে এম মাহফুজুল হক জগলুল, সাধারণ সম্পাদক স্থপতি নবী নেওয়াজ খান, সহ-সাধারণ সম্পাদক স্থপতি ড. মাসুদ উর রশিদ, সম্পাদক (শিক্ষা) স্থপতি ড. নওরোজ ফাতেমী, সম্পাদক (সদস্যপদ) স্থপতি আহসানুল হক রুবেল, সম্পাদক (প্রকাশনা ও প্রচার) স্থপতি শফিউল আজম শামীম, সম্পাদক (সেমিনার ও কনভেনশন) স্থপতি সাবরিনা আফতাব ও সম্পাদক (ঐতিহ্য ও সংস্কৃতি) স্থপতি মো: জিয়াউল শরীফ।
বাস্থইর বিভিন্ন চ্যাপ্টার ও সেন্টারের পক্ষ হতে উপস্থিত ছিলেন স্থপতি ফারুক আহমেদ, ডেপুটি চেয়ারম্যান, চট্টগ্রাম চ্যাপ্টার কমিটি, স্থপতি বিজয় শংকর তালুকদার, কোষাধ্যক্ষ, চট্টগ্রাম চ্যাপ্টার কমিটি, স্থপতি এস এম নাজিমুদ্দিন ও স্থপতি শেখ মশিউর রহমান, যথাক্রমে সম্পাদক ও সদস্য, বাস্থই খুলনা সেন্টার, স্থপতি রাজন দাস ও স্থপতি কৌশিক সাহা, যথাক্রমে সম্পাদক ও কোষাধ্যক্ষ, বাস্থই সিলেট সেন্টার, স্থপতি রাজিউদ্দিন আহমেদ, আহ্বায়ক, স্থপতি মো: সাইমুম ইয়াসির মৃধা, সম্পাদক এবং স্থপতি চৌধুরী হাইসুম মুহাম্মদ, সদস্য, বাস্থই রাজশাহী সেন্টার।
সভায় বাস্থই'র বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রতিটি চ্যাপ্টার বা সেন্টারের প্রতিনিধিগণ বাস্থই'র দৈনন্দিন কার্যক্রমের বিভিন্ন বিষয় নিয়ে মতামত পেশ করেন। নির্বাহী পরিষদের পক্ষ হতে এই বিষয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করা হয়। সভায় গঠিতব্য Bangladesh Building Regularity Authority (BBRA), স্বাক্ষর বানিজ্যরোধে পদক্ষেপ, বাস্থইর সদস্য সংখ্যা বৃদ্ধির প্রচেষ্টা, বাস্থই চ্যাপ্টার ও সেন্টারের জন্য জমি ক্রয় ও অফিস স্থাপন, বিভিন্ন চ্যাপ্টার ও সেন্টারে সিপিডি আয়োজন, বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ বৃদ্ধি এবং প্রয়োজনীয় সহায়তা লাভ ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, নির্বাহী পরিষদের পরবর্তী চারটি সভা ক্রমান্বয়ে প্রত্যেকটি সেন্টার এবং চ্যাপ্টারে অনুষ্ঠিত হবে এবং সেই লক্ষ্যে আগে থেকেই সকল প্রস্তুতি গ্রহণ করা হবে। এছাড়া সামগ্রিক প্রেক্ষাপট বিচারে খুলনা সেন্টার কে অচিরেই খুলনা চ্যাপ্টারে পরিণত করা হবে।
সবশেষে সভায় উপস্থিত হওয়ার জন্য বাস্থই ২৫তম নির্বাহী পরিষদের পক্ষ হতে সকলকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়। চ্যাপ্টার এবং সেন্টারের প্রতিনিধিগণ ২৫ তম নির্বাহী পরিষদ কে এই প্রথমবারের মতো এরকম একটি সভা আয়োজন করার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।