১৯শে মে, রবিবার বাংলাদেশ সময় রাত ৯টায় সদ্য প্রতিস্ঠিত বাস্থই ইউকে সেন্টার আয়োজিত একটি অনলাইন প্রারম্ভিক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বাস্থই ২৫তম নির্বাহী পরিষদের সভাপতি স্থপতি ডঃ খন্দকার সাব্বির আহমেদ, সহ-সভাপতি (আন্তর্জাতিক সম্পর্ক) স্থপতি কে এম মাহফুজুল হক ও সাধারণ সম্পাদক স্থপতি নবী নেওয়াজ খান যোগদান করেন।
বাস্থই (ইউকে) সেন্টারের পক্ষে স্থপতি নাসরিন লাভলি, স্থপতি স আ ম আমিনুল হক (টিটু), স্থপতি এশরার লতিফ, স্থপতি মোর্শেদা বেগম, স্থপতি আবু রিয়াজ আলম (তুষার), স্থপতি রুমানা কবির, স্থপতি সিফাত সিকান্দার, স্থপতি অধরা শারমীন, স্থপতি নাহিদ উল কাওসার, স্থপতি আদনান হোসেন, স্থপতি মোহতাজ হোসেন স্থপতি রুবাইয়াত মেহজাবীন, স্থপতি সুহাইলা মেইসুন, স্থপতি সাদাফ সুমাইয়া খান তাহিতি, স্থপতি সানিন সাফ্ফাত, স্থপতি ইমরুল কায়েস, স্থপতি শাম্মা তাসনীম প্রমুখ সহ ৩৩ জন পূর্ণ ও সহযোগী সদস্য যোগদান করেন।
বাস্থই ইউকে সেন্টার আহবায়ক কমিটির সদস্য স্থপতি মোবিনুর রহমান, স্থপতি আহমেদ আব্দুল্লাহ আল তৌহীদ ও স্থপতি সাদেকুর রহমান সুমনের সঞ্চালনা ও উপস্হাপনায় পরিচালিত উক্ত সভায় বাস্থই ইউকে সেন্টার এর গঠন, ভবিষ্যত কর্মপরিকল্পনা এবং ব্রিটেন ও বাংলাদেশের মধ্যে স্থাপত্য পেশা ও শিক্ষার মানোন্নয়নের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা স্থাপন ও বৃদ্ধির ব্যাপারে প্রস্তাবনা উপস্থাপন করেন। উক্ত আলোচনা সভায় বৃটেনে বসবাসরত বাস্থইর সকল স্তরের সদস্য ও সদস্য হবার যোগ্য সকল স্থপতিদের বাস্থই ইউকে প্লটফর্মে সংযুক্ত করার উপর গুরুত্বারোপ করা হয়।
আনুস্ঠানিক সভা শেষে উন্মুক্ত মতামত ও মন্তব্য সেশনে সদস্যগন ARB (Architects Registration Biard) ও RIBA (Royal Institute of British Architects) এ বাংলাদেশী স্থপতিদের অন্তর্ভুক্তির প্রক্রিয়ার ব্যাপারে তথ্যবহুল আলোচনা করা হয়।
অনুস্ঠান শেষে বাস্থই ইউকে সেন্টার এর উপস্থিত সদস্যবৃন্দ বর্তমান বাস্থই নির্বাহী পরিষদকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে ভবিষতে বাস্থই ইউকে চ্যাপ্টার প্রতিষ্ঠার জন্যে সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।