প্রিয় সদস্য,
গত ৬ ডিসেম্বর ২০২৪ তারিখে বাস্থই ২৫তম নির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক সাধারণ সভা এবং বাস্থই-এর ২৬তম নির্বাহী পরিষদ, ১২শ চট্টগ্রাম শাখা কমিটি ও ১ম কানাডা চ্যাপ্টার কমিটি গঠনের জন্য বাস্থই ঢাকা কার্যালয়, চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ও অনলাইনে নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে সর্বমোট ১,০৭২ জন (অনলাইনে ৬২ জন, চট্টগ্রাম ৬৯ জন, ঢাকা ৯৪১ জন) ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নবনির্বাচিত ২৬তম বাস্থই নির্বাহী পরিষদ, ১২শ চট্টগ্রাম শাখা কমিটি ও ১ম কানাডা চ্যাপ্টারের ভোটের ফলাফল সকলের জ্ঞাতার্থে সংযুক্তি আকারে এতদসঙ্গে প্রেরণ করা হলো।
Affiliations
Mailing Address
Contact