বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট আজ ৮ এপ্রিল ২০১৯ তারিখ সকাল ১০:৩০ এ 'অগ্নি নিরাপত্তা ও জীবন সুরক্ষা : নির্মিত ও নির্মিতব্য ভবনের জন্য করণীয়' শীর্ষক একটি সংবাদ সম্মেলন এর আয়োজন করে।
প্রায় দুই ঘন্টা ব্যাপী এই সংবাদ সম্মেলন এ লিখিত বক্তব্য উপস্থাপন করেন বাস্থই এর সভাপতি স্থপতি জালাল আহমেদ।
এরপর বক্তব্য রাখেন স্থ. মোবাশ্বের হোসেন, স্থ. মুস্তাফা খালিদ পলাশ, স্থ. রফিক আজম, স্থ. ইকবাল হাবিব, স্থ. এহসান খান এবং স্থ. মোহাম্মদ ফয়েজ উল্লাহ। পরে তাঁরা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব প্রদান করেন।
অনুষ্ঠানে বাংলাদেশের প্রধান সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেল এর সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।
বাস্থই এর পক্ষে অনুষ্ঠানটি পরিচালনা করেন সহ-সভাপতি জাতীয় বিষয়াদি স্থ. মামনুন মুর্শেদ চৌধুরী।
Affiliations
Mailing Address
Contact