গত ২৫ শে ডিসেম্বর ২০১৯ স্হাপত্যাচার্য মাজহারুল ইসলামের ৯৬ তম জন্মবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে আইএবি সেন্টারে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনার বিষয়বস্তু ছিলঃ "বহুবিধ দ্বন্দ্বের অভিঘাতে মাজহারুল ইসলামঃ একজন সমাজ সচেতন স্থপতির অগ্রযাত্রা"
মূলবক্তা ছিলেন স্থপতি নুরুর রহমান খান এবং
সূচনা বক্তব্য উপস্থাপন করেন স্থপতি তৌফিকুর রহমান খান।
দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর টালমাটাল বিশ্ব পরিস্থিতিতে ব্রিটিশ উপনিবেশের অবসানের মাধ্য দিয়ে প্রায় দুহাজার মাইল ব্যবধানের দুটি ভূখন্ড নিয়ে ভারত থেকে বিছিন্ন হয়ে পাকিস্তান রাষ্ট্র গঠিত হয়। এমনি জটিল সময় ও স্থানে মাজহারুল ইসলাম তাঁর দেশ, আত্মপরিচয় ও স্থাপত্যের স্বরূপ সন্ধানে নিমগ্ন হন। সংগত কারণেই আধুনিকতার মানদন্ডের বাইরে গিয়ে স্থপতি মাজহারুল ইসলামের কাজের মূল্যায়ন অপরিসীম গুরুত্ব বহন করে এবং তাঁর স্থাপত্যকর্ম প্রতিনিয়ত বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আলোচিত হবার দাবি রাখে যাতে করে সময়ের পরিবর্তনের সাথে সাথে আমরা মাজহারুল ইসলামের কাজের প্রকৃত মূল্যায়ন করতে সমর্থ হই। বক্তাদের উপস্থাপনা এবং শ্রোতাদের অংশগ্রহণে একটি তথ্যবহুল ও চিন্তাউদ্রেকারী আলোচনা সভা সম্পন্ন হয়।
নুরুর রহমান খান এক দশকেরও বেশী সময় ধরে স্থাপত্যাচার্য মাজহারুল ইসলামের সান্নিধ্যে থেকে তাঁর সাক্ষাৎকার গ্রহণ করেছেন, তাঁর কাজের চিত্র ধারণ করেছেন এবং সর্বোপরি মাজহারুল ইসলাম আর্কাইভ গঠনে সহায়তা প্রদান করেছেন। বর্তমানে তিনি মাজহারুল ইসলামের কর্ম ও স্থপত্য-দর্শনের উপর পিএইচডি ডিগ্রি করছেন।
তৌফিকুর রহমান খান বাস্থই-এর সেমিনার ও সম্মেলন বিষয়ক সম্পাদক। এশিয়ালোকা ট্রাস্টের সদস্য সচিব। গত এক দশক ধরে শিল্পকলার বিভিন্ন মাধ্যমে দেশভাগের প্রভাব নিয়ে গবেষণা করছেন।
Affiliations
Mailing Address
Contact