গত ২৫ ফেব্রুয়ারি ২০২০ আইএবি ফাউন্ডেশন ডে ও স্থাপত্যাচার্য মাজহারুল ইসলাম এর নামানুসারে সড়কের নামকরণ উদযাপন উপলক্ষে বাস্থই প্রাঙ্গণে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত উত্তরের মেয়র জনাব আতিকুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাক্তন আইএবি সভাপতিগণ, ২৩ তম নির্বাহী পরিষদ ও অন্যান্য গণ্যমান্য স্থপতিবৃন্দ।
অনুষ্ঠানে বাস্থই সভাপতি স্থপতি জালাল আহমেদ এবং প্রাক্তন সভাপতিবৃন্দ শাহ আলম জহির উদ্দিন, আবু সাঈদ এম আহমেদ এবং কাজী গোলাম নাসির বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্থপতি এনামুল করিম নির্ঝর কর্তৃক স্থপতি মাজহারুল ইসলামের উপর নির্মিত প্রামাণ্যচিত্র 'তিনি' এর অংশবিশেষ দেখানো হয়।
২৩ তম নিবার্হী পরিষদের পরিবেশ ও নগরায়ন বিষয়ক সম্পাদক স্থপতি ড. ফরীদা নিলুফার নবনির্বাচিত মেয়র কে 'Recommendations for Improving Urban Environment of Dhaka' নামক একটি সুপারিশ নির্দেশিকা প্রদান করেন।
পরিশেষে নবনির্বাচিত মেয়র বাস্থইয়ের সাথে সর্বদা কাজ করার অঙ্গীকার প্রদান করেন এবং স্থপতিদের এহেন উদ্যোগের প্রশংসা করেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ২৩ তম নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক স্থপতি নওয়াজীশ মাহবুব।
Affiliations
Mailing Address
Contact