স্মারক নং : ২৩/২০২০/২১/১৭৪৭
তারিখ : ১৮ মার্চ ২০২০
সকল সদস্য
বাংলাদেশ স্থপতি ইন্স্টিটিউট
স্থাপত্যাচার্য মাজহারুল ইসলাম সড়ক
আগারগাঁও, ঢাকা।
বিষয়: বাস্থই কার্যালয়ে সকল প্রকার সমাবেশমূলক কর্মসূচী স্থগিতকরণ প্রসঙ্গে।
প্রিয় সদস্য,
বাংলাদেশ স্থপতি ইন্স্টিটিউট (বাস্থই) এর পক্ষ থেকে শুভেচ্ছা!
সাম্প্রতিক সময়ে বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমনের কারণে সৃষ্ট পরিস্থিতিতে জনস্বাস্থ্য ও জনস্বার্থের কথা বিবেচনা করে আগামী ১৯ মার্চ ২০২০ (বৃহস্পতিবার) হতে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত বাস্থই কার্যালয়ে সকল প্রকার সমাবেশমূলক কর্মসূচী যেমন: সিপিডি, লেকচার, সেমিনার, সদস্যপদের জন্য পরীক্ষা, খেলাধুলা ইত্যাদি, ২৩তম নির্বাহী পরিষদ কর্তৃক স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আরো উল্লেখ্য যে, বর্তমান পরিস্থিতির কারণে আন্তর্জাতিক নারী দিবস ২০২০ উপলক্ষ্যে আগামী ২৮ মার্চ ২০২০ তারিখে অনুষ্ঠিতব্য “পরামর্শক হিসেবে স্থাপত্যচর্চা: প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা" শীর্ষক কর্মশালাটি স্থগিত করা হলো।
তবে উল্লেখ্য যে, বাস্থই কার্যালয়ের স্বাভাবিক দাপ্তরিক কার্যক্রম সীমিত আকারে চলমান থাকবে। করোনা ভাইরাস সংক্রান্ত সামগ্রিক পরিস্থিতি বিবেচনা সাপেক্ষে পরবর্তীতে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে।
স্থপতিবৃন্দের সুরক্ষা ও সাবধানতা অবলম্বনের জন্য গ্রহণযোগ্য প্রয়োজনীয় পদক্ষেপের বর্ণনাসহ সভাপতি মহোদয়ের স্বাক্ষরিত একটি ইমেইল ইতোমধ্যে বাস্থই’র সকল সদস্যকে প্রেরণ করা হয়েছে।
করোনা ভাইরাসের প্রতিরোধে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত নিয়মাবলী মেনে চলার ও ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক সুরক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য ২৩তম নির্বাহী পরিষদ কর্তৃক সকল বাস্থই সদস্যকে বিনীত অনুরোধ জানানো হলো।
ধন্যবাদান্তে,
স্থপতি নওয়াজীশ মাহবুব
সাধারণ সম্পাদক
বাংলাদেশ স্থপতি ইন্স্টিটিউট
Affiliations
Mailing Address
Contact