প্রিয় সদস্য,
সাম্প্রতিক এই করোনা দূর্যোগ মোকাবেলায় গোটা স্থপতি সমাজের সম্মিলিত এবং সমন্বিত চেষ্টার পাশাপাশি এই মুহূর্তে একটি জরুরী স্বাস্থ্য সেবা বিষয়ক "হেল্প ডেস্ক" গঠন করা একান্ত প্রয়োজন, যার মাধ্যমে এই সংকটময় মুহূর্তে স্থপতিগণ ও তাঁদের পরিবারের সদস্যরা শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষার জন্য অনলাইন ভিত্তিক জরুরী চিকিৎসা সেবা গ্রহণ সহ করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত তথ্য ও পরামর্শ পাবেন।
বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (বাস্থই) তাই এই মর্মে সকল সদস্যকে বিশেষভাবে অনুরোধ করছে-তাঁদের আত্মীয় ও পরিচিতজনের মাঝে যে সকল সম্মানিত চিকিৎসকবৃন্দ এই জরুরী চিকিৎসা সেবা প্রদানে আন্তরিকভাবে আগ্রহী, তাঁরা যেন বাস্থই এর এই বিনীত আবেদনে সাড়া দিয়ে আগামী ১২ই এপ্রিল, রবিবার এর মধ্যে সংশ্লিস্ট সদস্যের মাধ্যমে বাস্থই "হেল্প ডেস্ক" এ তাঁদের নাম নিবন্ধন করেন। নাম নিবন্ধনের সময় সম্মানিত চিকিৎসকের নাম, তিনি যে চিকিৎসায় বিশেষজ্ঞ তার সংক্ষিপ্ত বিবরণী এবং সপ্তাহে পাঁচ দিন (শুক্র ও শনিবার ব্যতীত) চিকিৎসা সেবা প্রদানের সম্ভাব্য সময় উল্লেখ করার জন্য সদস্যদেরকে বিনীত অনুরোধ জানানো হলো। নাম নিবন্ধনের সুবিধার্থে এই ই-মেইল এর সাথে একটি ফরম (পুরণ-যোগ্য) সংযুক্ত করা হলো।
বাস্থই এই ব্যাপারে তার সদস্যদের কাছ থেকে মূল্যবান পরামর্শ ও সহযোগিতা আশা করছে এবং যে সকল সম্মানিত চিৎসকবৃন্দ এই জরুরী চিকিৎসা সেবা কার্যক্রমের সাথে আন্তরিকভাবে সংযুক্ত হতে চান, তাঁদের প্রতিও একইসাথে গভীরভাবে কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জ্ঞাপন করছে। বাস্থই এই মর্মে প্রতিশ্রুতি ব্যক্ত করে যে, দুর্যোগকালীন সময় অতিক্রান্তের পর নিঃস্বার্থভাবে চিকিৎসা সেবা প্রদানকারী সকল সম্মানিত চিকিৎসকবৃন্দকে আনুষ্ঠানিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করা হবে।
বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট বিশ্বাস করে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, পারস্পরিক সহমর্মিতা ও আন্তরিক সহযোগিতার মাধ্যমে এই দুর্যোগ মোকাবেলায় আমরা সফল হবো।
সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ।
(স্থপতি নওয়াজীশ মাহবুব)
সাধারণ সম্পাদক
বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট
Affiliations
Mailing Address
Contact