প্রিয় সদস্য,
করোনা'র সংক্রমণ থেকে নিজেদের সুরক্ষার জন্য এই মুহূর্তে সচেতনতা ও সাবধানতার কোনো বিকল্প নেই। তারপরও সাম্প্রতিক ঘটনাবলীর আলোকে এবং আশু পরিস্থিতির কথা বিবেচনা করে, করোনা ভাইরাসের কারণে সৃষ্ট জরুরী পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ স্থপতি ইন্স্টিটিউট (বাস্থই) কর্তৃক ইতোমধ্যেই বেশ কিছু জরুরী পদক্ষেপ গৃহিত হয়েছে, যা আপনারা ই-মেইল এবং বাস্থই ফেসবুক পেজ এর মাধ্যমে অবহিত হয়েছেন।
বাস্থই এর এই জরুরী সেবা কার্যক্রমের ধারাবাহিকতায়, এই আপদকালীন সময়ে স্থপতিদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে ২৩তম কার্যনির্বাহী পরিষদ ইতোমধ্যে আরও কিছু জরুরী উদ্যোগ গ্রহণ করেছে; যার ফলশ্রুতিতে, গত ৫ই এপ্রিল, ২০২০ Bangladesh Specialized Hospital Limited (২১ শ্যামলী, মিরপুর রোড, ঢাকা-১২০৭) এবং বাংলাদেশ স্থপতি ইন্স্টিটিউট এর মাঝে একটা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বাস্থই এর পক্ষ থেকে সভাপতি স্থপতি জালাল আহমেদ এবং BSHL এর পক্ষ থেকে প্রতিষ্ঠানের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব আল এমরান চৌধুরী এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এই সমঝোতা স্মারকের আওতায় ইন্স্টিটিউট এর সদস্যবৃন্দ, তাঁদের পরিবারের সদস্যগণ এবং বাস্থই এর কর্মচারীবৃন্দ, BSHL এর কাছ থেকে তাঁদের চিকিৎসা সেবা গ্রহণের ক্ষেত্রে কিছু বিশেষ সুবিধা লাভ করবেন। সদস্যদের সুবিধার্থে এই ই-মেইলের সাথে তার বিস্তারিত বিবরণ সংযুক্ত করা হলো। প্রয়োজনে BSHLএর সাথে যোগাযোগের জন্য এবং চিকিৎসা সেবা সংক্রান্ত আরও বিস্তারিত তথ্যাদির জন্য নিম্নোক্ত লিংকে যাবার জন্য সকলকে অনুরোধ করা হলো।
facebook.com/bdspecializedhospital
www.bdspecializedhospital.com
বাংলাদেশ স্থপতি ইন্স্টিটিউট বিশ্বাস করে, সচেতনতা ও সাবধানতার পাশাপাশি সকল সদস্যের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, পারস্পরিক সহমর্মিতা ও আন্তরিক সহযোগিতার মাধ্যমে এই দুর্যোগ মোকাবেলায় আমরা সফল হবো।
সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ।
(স্থপতি নওয়াজীশ মাহবুব)
সাধারণ সম্পাদক
বাংলাদেশ স্থপতি ইন্স্টিটিউট
Affiliations
Mailing Address
Contact